কিছু জীবনের বাণী শুনুন............
*1. আমরা খ্যাতিমান হতে চাই। কিন্তু খ্যাতির জন্যে নীরব সাধনা ও প্রয়োজনীয় কষ্ট স্বীকার করি না। ফলে সাধনাও হয় না, খ্যাতির শীর্ষেও পৌঁছতে পারি না।
2. আপনি যখন আলোতে থাকবেন সবাই আপনাকে অনুসরন করবে, কিন্তু আপনি যখন অন্ধকারে চলে যাবেন কেউই এমনকি আপনার ছায়াও আপনার সাথে থাকবেনা।
3. আপনি কি বলছেন তা অনেকে বিশ্বাস করবেনা যতক্ষননা পর্যন্ত আপনি তা করে দেখাচ্ছেন।
4. জীবন হল একটি ব্যাকরন বই যেখানে আপনি অতীত, বর্তমান ও ভবিষ্যৎ কাল পাবেন।
5. মন হল প্যারাসুট এর মত, যখন খোলা থাকে তখনই কাজ করে।
6. সবার মনেই একটা ক্যামেরা আছে, কিন্তু তাতে কোন ফিল্ম নেই।
7. অন্যের ভুল থেকে শিখুন, কারন জীবন এত বড় নয় এয আপনি নিজে সব ভুল করে শিক্ষা নিবেন।
8. সমাজে দু-ধরনের জজ আছে, এক যারা আইন জানে এবং আরেক যারা বিচার করতে জানে।
9. সবাই হাসে একই ভাষাই।
10. রাগ এমন একটি মুর্হুত যেখানে জিহবা মনের আগে কাজ করে।
11. মন চোখকে বলে "কম দেখ, কারন তুমি যত বেশী দেখ আমি তত বেশী কষ্ট পাই" চোখ মনকে বলে "তুমি কম অনুভব কর, তুমি যত এবশী অনুভব কর আমি তত বেশী কাদি"
facebook.com/parentsworld
www.nazimuddinmirja.blogspot.com
rdsfgfd
উত্তরমুছুন