সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু
করছি। আশাকরি সকলে খুব
ভালো আছেন। আমাদের ইন্টারনেট
ব্রাউজ করার জন্য অন্যতম এক
ব্রাউজার হল মোজিলা ফায়ার
ফক্স। ইন্টারনেটে অনেক
ব্রাউজার ফ্রিতে পাওয়া গেলেও
অধিকাংশ ইউজার মোজিলার
ভক্তো তাই মোজিলা ব্রাউজারের
ইউজার এখন অগণিত। যাই হোক
বিভিন্ন সময় বিভিন্ন
কারণে আমাদের
ব্রাউজারে পাসওয়ার্ড দেওয়ার
প্রয়োজন পড়ে তাই আমি আজ
দেখাবো কিভাবে আপনার
মোজিলা ব্রাউজারে মাস্টার
পাসওয়ার্ড সেট করবেন। চলুন
শুরু করা যাক।
প্রথমে আপনি মোজিলার tools
থেকে options-এ যান।
এবার যে উইন্ডোজ
টি আসবে সেখান থেকে security
ট্যাব এ ক্লিক করুন। এবং use a
muster password-এ টিক মার্ক
দিন।
এখন যে পপ-আপ
উইন্ডো আসবে সেখানে পাসওয়ার্ড
সেট করে OK ক্লিক করুন।
এখন আপনার মোজিলা ব্রাউজার
পাসওয়ার্ড প্রোটেক্টেড।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন