বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী, ২০১৪

আপনার কম্পিউটারের hard disk লুকিয়ে ফেলুন নিজ নিজ দায়িত্বে।

আপনার কম্পিউটার এর হার্ড
ড্রাইভ লুকিয়ে রাখার
একটি সহজ উপায় আপনাদের
জানাব। ( হয়তো আপনারা অনেকেই
জানেন তবুও যারা জানেনা তাদের
জন্য) হার্ড ড্রাইভ এর যত
গুলো পার্টিশনই থাকুক না কেন
সব গুলাই
মুহুর্তে হারিয়ে যাবে। নিচের
পদ্ধতি অনুসরন করুনঃ
প্রথমে Run-এ প্রবেশ করুন।
তারপর টাইপ করুন gpedit.msc
নতুন Window (Local Group Policy
Editor) এলে সেখানে বাম পাশ
থেকে Local Computer Policy
তে click করুন।
Local Computer Policy থেকে user
configuration ও সেখান
থেকে Administrative Template
এবং সেখান থেকে Windows
Component-এর ভেতর প্রবেশ
করুন।
এবার বিশাল লম্বা ফোল্ডার এর
লিস্ট থেকে Windows Explorer-এ
প্রবেশ করুন।
এখানে আবার নতুন একটা লিস্ট
আসবে। এখান থেকে Hide these
specified drives in My Computer-এ
ঢুকে দেখবেন যে ওটা Not
Configured করা আছে।
এবার ওটাকে Enable করে Apply ও
OK করুন।
ব্যাস এবার দেখুন মজা আপনার
চোখের সামনেই হার্ড ড্রাইভ
ভ্যানিশ।

আমি ফেসবুকে

আমাদের ফেসবুক ফ্যান পেজ এখানে

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন