বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী, ২০১৪

আপনার ফেসবুকের ই-মেইল ঠিকানা, পাসওয়ার্ড যদি সবাই জেনে যায়, তবু কেউ আপনার অ্যাকাউন্টে প্রবেশ করতে পারবে না।

আপনার ফেসবুকের ই-মেইল ঠিকানা, পাসওয়ার্ড
যদি সবাই জেনে যায়, তবু কেউ আপনার
অ্যাকাউন্টে প্রবেশ করতে পারবে না। আর এর
জন্য প্রথমে ফেসবুকে ঢুকে (লগ-ইন) ডান
পাশের Account থেকে Account Settings-
এ যেতে হবে। এখন নিচে Account
Settings- এর ডান পাশের Security- ক্লিক
করুন। এখন Login Approvalsএর
নিচে Require সব to enter a security
code sent to my phone বক্সেটিক চিহ্ন
দিন। টিক চিহ্ন দেওয়ার সময় নতুন
একটি বার্তা এলে Set Up Now –এ ক্লিক
করুন। এখন Phone number:
বক্সে আপনার মোবাইল নম্বর
লিখে Continue-এ ক্লিক করুন। আপনার
মোবাইল ফোনে একটি সাংকেতিক (কোড)
নম্বর আসবে।নম্বরটি কোড
বক্সে লিখে Submit Code বাটনে ক্লিক
করে Close-এ ক্লিক করুন।(Login
Notifications- এরনিচে Send me an
email এবংSend me a text message
বক্সেও টিক চিহ্ন দিয়ে রাখতে পারেন।) এখন
Save-এ ক্লিক করে বেরিয়ে আসুন। এখন
ফেসবুক অ্যাকাউন্ট থেকে বেরিয়ে (লগ-আউট)
আবারফেসবুকে লগ-ইন করুন। দেখবেন Name
New Computer নামে একটি পেজ এসেছে।
সেখানে Computer name
বক্সে কোনো নাম লিখে Add to your
list of recognizeddevic -es বক্সে টিক
চিহ্ন দিয়ে Continue- তে ক্লিক করুন। এখন
থেকে প্রতিবার আপনার কম্পিউটার ছাড়া অন্য
কারও কম্পিউটার থেকে আপনার ফেসবুক
অ্যাকাউন্টে ঢুকতে চাইলে আপনার
মোবাইলে একটি কোড নম্বর
আসবে এবং সেই কোডনম্বরটি কোড
বক্সে লিখে Continue-এ ক্লিক করলেই
আপনার ফেসবুক অ্যাকাউন্টে প্রবেশ
করা যাবে। কাজেই আপনার ফেসবুকের
পাসওয়ার্ড সবাই জানলেও কেউ আপনার
ফেসবুকে লগইন করতে পারবে না।

আমি ফেসবুকে

আমাদের ফ্যান পেজ এখানে

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন