আশা করছি ভালো আছেন এবং সব সময়
ভালো থাকবেন এই কামনা করে শুরু
করছি। শিরোনাম দেখেই হয়ত
কিছুটা বুঝতে পেরেছেন। আজ
আমি আপনাদের Command
করে দেওয়া Shutdown Cancel
করা দেখাব। ধরুন,
কম্পিউটারে আপনি জরুরি কোন
কাজ করছেন, এখনও কিছু Save
করেননি। হঠাৎ ভুলে Shutdown
বাটনে ক্লিক হয়ে পিসি Shutdown
হয়ে গেল, কেমন লাগে বলুন তো?
আপনার সব কাজ মাটি।
তাই এই সমস্যা থেকে রেহাই
পেতে আজকের এই পোস্ট।
কিভাবে Shutdown Command
Cancel করবেন?
প্রথম ধাপঃ
প্রথমে ডেস্কটপের ওপর রাইট
বাটন ক্লিক করে New>Shortcut
দিন।
দ্বিতীয় ধাপঃ
এবার Location-এ লিখুন
"shutdown-a"
এবার এর পছন্দমত নাম দিন।
চাইলে icon-ও চেঞ্জ
করতে পারবেন। ব্যস, আপনার
সবকিছু Ready.
এবার ভুল করে Shutdown
Command দেওয়ার পাঁচ
সেকেন্ডের মধ্যে এতে ডাবল
ক্লিক করুন। তাহলে Shutdown
Cancel হয়ে যাবে।
Hello Friends Visit our website and you can get so many computer related tricks .And also get mobile related tricks. our Facebook Fan Page http://www.fb.com/parentsworld My Facebook ID http://www.fb.com/nmirja786 Mobile No: +917584808030
বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী, ২০১৪
ভুল করে shutdown এ click করে ফেলেছেন এখন কি করবেন।
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন