অনাকাঙ্খিত ভাবে অনেক
গুরুত্বপূর্ণ ফাইল ডিলিট
করে দেয় বা হয়ে যায়। এখন থেকে
NTFS পারমিশনের মাধ্যমে ফাইল
ডিলিট বন্ধ করুন।
এজন্য আপনার পিসিতে প্রবেশের
জন্য দুটো ইউজারনেম ব্যবহার
করতে হবে। একটা আপনার
এবং অন্যটা বাকি সবাই ব্যবহার
করবে। আপনি যখন প্রবেশ করবেন
সবকিছু করতে পারবেন। কিন্তু
অন্য ইউজারনেম দিয়ে প্রবেশ
করলে ফাইল ফোল্ডার ডিলিট
করতে পারবে না।
নিচের ধাপগুলো অনুসরন
করে আপনি এই
কাজটা করতে পারবেন:
প্রথম অংশ:
প্রথমে আপনার কম্পিউটারের
ড্রাইভগুলো NTFS
ফরম্যাটে আছে কিনা দেখে নিন।
দেখার জন্য যে কোন
ড্রাইভে রাইট মাউস ক্লিক
করে Properties এ ক্লিক করুন।
General ট্যাবে File system: NTFS
লেখা আছে কিনা দেখুন। NTFS
ফরম্যাটে থাকলে এই অংশ বাদ
দিয়ে দ্বিতীয় অংশে চলে যান। আর
FAT বা FAT32 লেখা থাকলে কাজ
হবে না। যদি FAT/FAT32 হয়
তাহলে কোন ডাটা নস্ট না করেই
NTFS ফরম্যাটে কনভার্ট
করতে পারবেন। ধরি আপনার D
ড্রাইভটা FAT/FAT32
তে আছে এটাকে NTFS
ফরম্যাটে কনভার্ট করবেন।
১. Start Menu > Run এ cmd
লিখে এন্টার দিন। কমান্ড
প্রম্পট চালু হবে।
২. কমান্ড প্রম্পটে CONVERT
D: /FS:NTFS লিখে এন্টার দিন।
অন্য ড্রাইভকে করতে চাইলে D:
এর পরিবর্তে সেই ড্রাইভের নাম
লিখুন।
৩. কম্পিউটার রিস্টার্ট
করতে হবে। রিস্টার্ট হবার সময়
NTFS এ কনভার্ট হয়ে যাবে।
দ্বিতীয় অংশ:
এখন থেকে আপনি লগিন করবেন
Administrator ইউজার হিসেবে আর
অন্যান্যরা লগিন করবে User
হিসেবে। এজন্য আপনার Desktop
এবং My Documents এর
গুরুত্বপূর্ন ডাটাগুলো অন্য
কোন ড্রাইভে কপি করে রাখুন। ১.
My Compuer এ রাইট মাউস ক্লিক
করে Manage এ ক্লিক করুন।
Computer Management চালু হবে।
২. Local Users and Groups > Users
এ ক্লিক করুন। Administrator এ
রাইট মাউস ক্লিক করে Set
Password > Proceed এ ক্লিক
করুন। পাসওয়ার্ড দিয়ে OK
ক্লিক করুন। এই পাসওয়ার্ড আর
কাউকে জানাবেন না।
৩. Local Users and Groups > Users
এ রাইট ক্লিক করে New User এ
ক্লিক করুন। User name: এ
লিখবেন User। এরপর পাসওয়ার্ড
দিন(আপনার
পাসওয়ার্ডটা না দিয়ে অন্য
পাসওয়ার্ড দিন)। User must
change… থেকে টিক চিহ্ন
তুলে দিন। User cannot change…..
এবং Password never expires এ টিক
চিহ্ন দিন। Create > Close এ
ক্লিক করুন।
৪. সবকিছু বন্ধ করে কম্পিউটার
লগঅফ করুন। এখন লগিন
স্ক্রীনে Administrator, User
এবং অন্যান্য
আইকনগুলো দেখতে পাবেন।
Administrator দেখা না গেলে Ctrl
+Alt+Delete দুইবার চাপ দিন।
ইউজারনেম পাসওয়ার্ড দেওয়ার
অপশন আসবে। ইউজারনেম
Administrator
এবং পাসওয়ার্ডে আপনার সেট
করা পাসওয়ার্ডটা লিখে এন্টার
দিন এডমিনিস্ট্রেটর
হিসেবে লগিন করবেন।
৫. My Compuer এ রাইট মাউস
ক্লিক করে Manage এ ক্লিক
করুন। Computer Management
চালু হবে।
৬. Local Users and Groups > Users
এ ক্লিক করুন। Administrator,
User এবং Guest এই তিনটা ইউজার
রেখে বাকিগুলো রাইট মাউস
ক্লিক করে ডিলিট করে দিন। আবার
ও বলছি এটা করার আগে Desktop
এবং My Documents এ আপনার
গুরুত্বপূর্ন ডাটাগুলো অন্য
কোন ড্রাইভে কপি করে রাখুন
(যদি থাকে)।
তৃতীয় অংশ:
ধরি D ড্রাইভে Data
নামে একটা ফোল্ডার
আছে যে ফোল্ডারের ভেতরের কোন
কিছু আপনি ছাড়া আর কেউ ডিলিট
করতে পারবে না এমন
ব্যবস্থা করতে চাইছেন।
১. Data তে রাইট মাউস ক্লিক
করে sharing and security তে ক্লিক
করুন। Security ট্যাবে ক্লিক
করুন (Security ট্যাব
দেখা না গেলে চতুর্থ
অংশটি আগে করে তারপর তৃতীয়
অংশে আসুন)।
২. Advanced এ ক্লিক করুন।
৩. Allow Users Read &
Execute লাইনটা সিলেক্ট করে Edit
এ ক্লিক করুন।
৪. Deny কলামে Delete এবং Delete
Subfolders and Files এ টিক চিহ্ন
দিন। OK ক্লিক করুন।
৫. Replace permissions entries…
টিক চিহ্ন দিয়ে OK > Yes > Yes >
OK দিন।
৬. কাজ শেষ। এখন
থেকে আপনি লগিন করবেন
Administrator দিয়ে আর
অন্যান্যরা লগিন করবে User
দিয়ে। User দিয়ে লগিন করলে Data
ফোল্ডারের ভেতরের কোন কিছু
ডিলিট করতে পারবে না।
চতুর্থ অংশ:
Security ট্যাব দেখা না গেলে এই
অংশের কাজগুলো অনুসরন
করতে হবে। দেখা গেলে প্রয়োজন
নেই।
My Computer > Tools > Folder
Options > View তে গিয়ে Use
simple file sharing থেকে টিক
চিহ্ন তুলে দিয়ে OK ক্লিক
করুন।
Hello Friends Visit our website and you can get so many computer related tricks .And also get mobile related tricks. our Facebook Fan Page http://www.fb.com/parentsworld My Facebook ID http://www.fb.com/nmirja786 Mobile No: +917584808030
বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী, ২০১৪
আপনার কম্পিউটারে কেউ আর কিছু delete করতে পারবে না।
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন