বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী, ২০১৪

কে কে সাইট থেকে কপি করছে দেখে নিন।

বর্তমান সময়ে ওয়েবসাইটের
মাধ্যমে আয়ের সুযোগ থাকায় আর
ফ্রি ব্লগ থাকায় অনেকেই এই
সাইট খুলে জনপ্রিয় সাইট
থেকে কপি পেস্ট করছেন
অথবা আপনি কোন সাইট থেকে কিছু
কপি করে আপনার সাইটে পেস্ট
করলেন কিন্তু এটা খুব সহজেই
বের করা যায়।
তবে এটাতে ক্ষতিগ্রস্থ হচ্ছেন
যে সাইট
থেকে কপি হচ্ছে এবং যারা কপি
করছেন তারা উভয়ই।
কপি কারকরা ক্ষতিগ্রস্থ
হচ্ছেন গুগল এড থেকে। আর আপনার
সাইট যে কপি হচ্ছে এবং কতজন
করেছে তা হয়তো আপনি জানতেও
পারছেন না খুব তাড়াতাড়ি।
তবে এই সমস্যার সমাধান
আপনাকে দিতে পারে Copyspace।
প্রথমে এখানে http://
www.copyscape.com/?results যান।
এখানে আপনি আপনার সাইটের
লিংকটি দিয়ে সার্চ দিলেই
রেজাল্টে চলে আসবে কারা কারা
আপনার সাইটটি কপি করেছে। আর
জানার পরই তাদের
বিরুদ্ধে ব্যবস্থা নিতে
পারেন।

আমি ফেসবুকে

আমাদের ফেসবুক ফ্যান পেজ এখানে

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন