ভাইরাস আক্রমণে পেনড্রাইভ
নষ্ট হয়ে গেলে এর ফাইল
পুনরুদ্ধারের জন্য পেন
ড্রাইভটি ভাল কোনও
কম্পিউটারে (যে কম্পিউটারে
ভাইরাস নেই এবং লেটেস্ট
অ্যান্টিভাইরাস আছে) স্ক্যান
করবেন। স্ক্যান করার সময়
দেখবেন অনেক ভাইরাস
ধরা পড়ছে এবং এন্টিভাইরাস
সেগুলোকে ডিলিট করছে। স্ক্যান
শেষ হওয়ার পর দেখবেন আপনার
পেনড্রাইভ ফাঁকা অর্থাৎ পেন
ড্রাইভে কিছুই নাই। তখন পেন
ড্রাইভে মাউস রেখে ডান
বাটনে ক্লিক করে properties-এ
গিয়ে দেখবেন পেন ড্রাইভে কিছু
ডাটা আছে কিন্তু
সেগুলো দেখা যাচ্ছে না।
সেগুলো দেখার জন্য My
Computer-এর মেন্যুবারের Tools
থেকে Folder options নির্বাচন
করে View-তে ক্লিক করুন। এখন
Show hidden files and folders এ
ঠিক চিহ্ন দিন এবং Hide
extensions. ও Hide protected...
বক্স থেকে টিকচিহ্ন
তুলে দিয়ে Ok করুন। এখন দেখবেন
পেনড্রাইভ-এ আপনার ফাইল,
ফোল্ডারগুলো লুকানো অবস্থায়
দেখা যাচ্ছে এবং সেগুলো ভাল
আছে নষ্ট হয়নি।
পেনড্রাইভে করে কোনও ফাইল
বা ফোল্ডার অন্য কোনও
কম্পিউটারে নিতে চাইলে সেগুলো
জিপ করে নিবেন। জিপ করা ফাইল
বা ফোল্ডারে ভাইরাস আক্রমণ
করে না। কোন ফাইল বা ফোল্ডার
জিপ করতে চাইলে সেটিতে মাউস
রেখে ডান বাটনে ক্লিক করে Send
to Compressed (Zipped) এ ক্লিক
করুন। দেখবেন জিপ হয়ে গেছে।
আনজিপ করতে চাইলে ডান
বাটনে ক্লিক করে Extract All-এ
ক্লিক করে পরপর দুইবার Next-এ
ক্লিক করে দেখবেন আনজিপ
হয়ে গেছে।
Hello Friends Visit our website and you can get so many computer related tricks .And also get mobile related tricks. our Facebook Fan Page http://www.fb.com/parentsworld My Facebook ID http://www.fb.com/nmirja786 Mobile No: +917584808030
বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী, ২০১৪
ভাইরাস আক্রমণে পেনড্রাইভ নষ্ট হয়ে গেলে এর ফাইল পুনরুদ্ধার করেন।
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন