বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী, ২০১৪

আপনার ব্রাউজার কি নিরাপদ দেখে নিন।

ইন্টারনেটে বিভিন্ন সময়
আমরা ব্রাউজার
হাইজ্যাকিংয়ে শিকার হয়ে থাকি।
যার ফলে কম্পিউটারে ভাইরাস
ছড়িয়ে পড়ার
সম্ভাবনা থাকে,গুরুত্বপূর্ন
ডাটা চুরি হয়ে যেতে পারে,
হ্যাকিংয়ের আশংকা বেড়ে যায়।
কিছু বিষয় খেয়াল
করলে আপনি নিজেই বুঝতে পারেন
আপনার ব্রাউজার হাইজ্যাক
হয়েছে কি না। যেমন-
১. ব্রাউজার চালু অবস্থায় ঘনঘন
পপআপ উইন্ডো চালু হচ্ছে।
২. ব্রাউজার বন্ধ করার পরও
কিছু সাইট সন্দেহজনক ভাবে
চালু হচেছ।
৩. ব্রাউজার চালু করলে হোমপেজ
হিসাবে নির্ধারিত সাইটের
বদলে অন্য কোন সন্দেহজনক সাইট
চালু
হচ্ছে যা সর্ম্পকে আপনি মোটেও
অবগত নন।
৪. ব্রাউজারের
এ্যাড্রেসবারে কোন সাইটের
ঠিকানা লিখলেই তা নির্দিষ্ট
একটি সাইটে রিডাইরেক্ট
হয়ে চলে যাচ্ছে।
ব্রাউজার হাইজ্যাকের
আশংকা কমাতে যে বিষয়গুলো খেয়াল
রাখবেন-
১. ব্রাউজারে কোন
সর্তকতা বার্তা আসলে তা না
পড়েই ক্লীক করবেন না।
২. সন্দেহজনক ইমেইল খুলবেন না।
বিশেষ করে অপরিচিত ইমেইল
থেকে আসা অ্যাটাচ ফাইল খুলবেন
না এবং ইমেইলের উত্তর দেবেন
না।
৩. ভাইরাসের কারনে এই
সমস্যা হতে পারে। তাই নিয়মিত
হালনাগাদ এ্যান্টিভাইরাস
ব্যবহার করুন।
৪. উইন্ডোজের বিভিন্ন
নিরাপত্তাজনিত ক্রটির
কারনে এই সমস্যা হতে পারে। তাই
উইন্ডোজের সিকিউরিটি প্যাচ
হালনাগাদ করার চেষ্টা করুন।
৫. অকারনে পর্নোগ্রাফিক/crack/
সিরিয়াল সাইটে প্রবেশ করবেন
না।

আমি ফেসবুকে

ফেসবুক ফ্যান পেজ এখানে

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন