বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী, ২০১৪

জাভা edit করি আসেন।

চলুন শিখে নেই জাভা সফটওয়ার
কিভাবে Edit করা যায় খুব সাধারন
ভাবে।
প্রথমে Explore ওপেন করুন,
একটা জাভা সফটওয়ার নিন। এইবার
সফটওয়ার টি ওপেন করুন এবং এর
সব ফাইল extract করুন একটা নতুন
ফোল্ডার এর ভিতর। এইবার আপনার
যা এডিট করার করে নিন। (.MF
ও .class ফাইল ওপেন না হলে .MF
ও .class ফাইল rename করে .txt
ফাইল করে ফেলুন। যেমন file.MF
কে file.txt এবং file.class
কে file.txt। কাজ শেষ হলে আগের
মত .MF ও .class লাগায় দেন। )
এইবার যেই ফাইল ও ফোল্ডার
Extract করছেন, সব গুলা Mark
করে অপশন এ গিয়ে Copy to zip
অথবা Move to zip এ সিলেক্ট
করে দেখিয়ে দিন কোথায় Save
করবেন । যেইখানে সেভ করছেনও
কানে গিয়ে দেখুন file.zip। এই
বার rename
করে যে সফটওয়ারটা এডিট করছেন
তার নাম দেন। .zip কেটে .jar দেন।
যেমন আমি a কে করেছি ।
তাহলে আমাকে a.zip কে a.jar
করতে হবে ।

আমি ফেসবুকে

ফেসবুক ফ্যান পেজ এখানে

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন